গীতিকার: লালন ফকির
শিরোনাম: করোরে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে
করোরে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে ।
মিশবি যদি জাত সেফাতে এ তনু আখেরে দিনের ।।
সাধিলে নূরের পেয়ালা খুলে যাবে রাগের তালা ।
অচিন মানুষের খেলা দেখবি দুই নয়নে ।।
সত্তরি জব্বরি নূরী চেনোরে সেই নূর জহুরী ।
এ চার পেয়ালা ভারি আছে অতি গোপনে ।।
ফানা ফিশ শেখ ফানা ফির রসুল ফানা ফিল্লাহ ফানা বাকা স্থূল ।
এ চার মোকামে লালন ভজো মুর্শিদ নির্জনে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২০৭