গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোথা আছেরে সেই দ্বীন দরদী সাঁই
কোথা আছেরে সেই দ্বীন দরদী সাঁই ।
চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই ।।
চক্ষু আঁধার দেলের ধোকায় কেশের আড়ে পাহাড় লুকায় ।
কী রঙ্গ সাঁই দেখছে সদাই বসে নিগম ঠাই ।।
এখানে না দেখলাম যারে চিনবো তারে কেমন করে ।
ভাগ্যগতি আখের তরে যদি দেখা পাই ।।
সমঝে ভজন সাধন করো নিকটে ধন পেতে পারো ।
লালন কয় নিজ মোকাম ঢোড়ো বহুদূরে নাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৭৯