গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোথায় আনিলে আমায় পথ ভুলালে
কোথায় আনিলে আমায় পথ ভুলালে ।
দুরন্ত তরঙ্গে তরীখানি ডুবালে ।।
তরী নাহি দেখি আর চারিদিকে শূণ্যকার ।
প্রাণ বুঝি যায় এবার ঘূর্ণিপাকের জলে ।।
কোথায় রইলে মাতাপিতা কে করে স্নেহ মমতা ।
আমার মুর্শিদ রইলো কোথা দয়া করো বন্ধু সকলে ।।
অধীন লালন কয় কাতরে পড়ে মলাম তীরধারে ।
কে দেবে আমায় সন্ধান করে সুপথগামী রাস্তা খুলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা