গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোথায় গেলি ও ভাই কানাই
কোথায় গেলি ও ভাই কানাই ।
সকল বন খুজিয়ে তোরে নাগাল পাইনে ভাই ।।
বনে আজ হারিয়ে তোরে গৃহে যাবো কেমন করে ।
কী বলবো মা যশোদারে ভাবনা হলো তাই ।।
মনের ভাব বুঝতে নারি কী ভাবের ভাব হয় তোমারই ।
খেলতে খেলতে দেশান্তরী ভাবেতে দেখতে পাই ।।
আজ বুঝি গোচারণ খেলা খেললে নারে নন্দলালা ।
লালন বলে চরণবালা পাইনা বুঝি ঠাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৮০