গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোথায় গেলিরে কানাই প্রাণের ভাই
কোথায় গেলিরে কানাই প্রাণের ভাই ।
একবার এসে দেখা দেরে দেখে প্রাণ জুড়াই ।।
কোন দোষে ভাই গেলি তুইরে আমাদের সব অনাথ করে ।
দয়ামায়া তোর শরীরে কিছুই কি নাই ।।
শোকে তোর পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ ।
আর সব নিরানন্দ ধেনু গাই ।।
পশুপাখি নরাদি নিরানন্দ নিরবধি ।
লালন শুনে শ্রীদামোক্তি বলে তাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৮৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা