গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোথায় হে দয়াল কাণ্ডারী
কোথায় হে দয়াল কাণ্ডারী ।
এ ভবতরঙ্গে আমার কিনারায় লাগাও তরী ।।
তুমি হও করুণাসিন্ধু অধমজনার বন্ধু ।
দাও হে আমায় পদারবিন্দু যাতে তুফান তরিতে পারি ।।
পাপী যদি না ত্বরাবে পতিতপাবন নাম কে লবে ।
জীবের দ্বারা ইহাই হবে নামের ভেরো যাবে তোমারই ।।
ডুবাও ভাসাও হাতটি তোমার এ ভবে আর কেউ নাই আমার ।
লালন বলে দোহাই তোমার চরণে দাও ঠাই ত্বরি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৮১