গীতিকার: লালন ফকির
শিরোনাম: কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী
কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী ।
এ ভবতরঙ্গে আমায় দাও এসে চরণতরী ।।
যতই করি অপরাধ তথাপি তুমি নাথ ।
মারিলে মরি নিতান্ত বাঁচালে বাঁচতে পারি ।।
পাপীকে করিতে তারণ নাম ধরেছো পতিতপাবন ।
ঐ ভরসায় আছি যেমন চাতকে মেঘ নিহারি ।।
সকলেরে নিলে পারে আমারে না চাইলে ফিরে ।
লালন বলে এ সংসারে আমি কি তোর এতই ভারী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা