গীতিকার: লালন ফকির
শিরোনাম: কতদিন আর রইবি রঙ্গে
কতদিন আর রইবি রঙ্গে ।
ধরো এইবেলা যদি বাঁচতে চাও তরঙ্গে ।।
নিকটে বিকটে বেশেতে গমন দাড়াইয়া আছে হরিতে জীবন ।
মানিবেনা কারো কেশে ধরে তোরে লয়ে যাবে সেজন আপন সঙ্গে ।।
দারা সূতাদি যত প্রিয়জনে বক্ষ মাঝে যাদের রাখো সর্বক্ষণে ।
আমার আমার বলো বারেবার তখন হেরিবেনা কেহ অপাঙ্গে ।।
অতএব শোনো থাকিতে জীবন করো অন্বেষণ পতিতপাবন ।
সিরাজ সাঁই কয় লালন অধম তারণ বাঁচো এখন পাপাতঙ্কে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২০৫