গীতিকার: লালন ফকির
শিরোনাম: কতজন ঘুরছে আশাতে খুজে পেলামনা এই জগতে
কতজন ঘুরছে আশাতে খুজে পেলামনা এই জগতে ।
অর্থ করো বোঝো ভাইরে বর্ত আছে অজুদে ।।
কুড়ি চক্ষু চৌদ্দ হস্ত তাই শুনে হলাম ব্যাস্ত ।
শোনার কারণ করি ন্যাস্ত শুনবো আমি তোমার মুখেতে ।।
শুনে এলাম আরেক কথা এক ফেরেস্তার দুইটি মাথা ।
কও তো তার মোকাম কোথা এও শুনবো তোমার কাছেতে ।।
মুর্শিদের মুখে শুনি খায়না কোনো দানাপানি ।
লালন বলে কিঞ্চিৎ ধ্যানী সবুজ রঙ তার গায়েতে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা