গীতিকার: লালন ফকির
শিরোনাম: কয় দমে বাজে ঘড়ি করো রে ঠিকানা
কয় দমে বাজে ঘড়ি করো রে ঠিকানা ।
কয় দমে দিনরজণী ঘুরছে বলোনা ।।
দেহের খবর যেজন করে আলকবাজি দেখতে পারে ।
আলকে দম হাওয়ার ঘরে একী আজব কারখানা ।।
ছয় মহলে ঘড়ি ঘোরে শব্দ হয় নিঃশব্দের ঘরে ।
কলকাঠি রয় মনের দ্বারে দমেতে আসল বেনা ।।
দমের সাথে করো সম্মিলন অজান খবর জানবি রে মন ।
বিনয় করে বলছে লালন ঠিকের ঘর ভুলোনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২০৯