গীতিকার: লালন ফকির
শিরোনাম: কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগী
কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগী ।
সেই বটে শুদ্ধ অনুরাগী ।।
মেঘের জল বিনে চাতক যেমন অন্য জলের নহে ভোগী ।
তেমনই কৃষ্ণ ভক্তজন একান্ত কৈট মনে কৃষ্ণের লাগি ।
স্বর্গসুখ নাহি চায় সে মিশিতে না চায় সাযুজ্যে ।
তার ভাবে সে বুঝায় স্পষ্ট কেবল কৃষ্ণসুখের সুখি ।।
কৃষ্ণপ্রেম যার অন্তরে তার কি করণ সেই তা জানে ।
অধীন লালন বলে আমার সুখ ঐশ্বর্য কারবার মন বিবাগী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা