গীতিকার: লালন ফকির
শিরোনাম: কৃষ্ণ বলে শোন লো গোপীগণ
কৃষ্ণ বলে শোন লো গোপীগণ ।
তোদের বসন চুরি করি কী কারণ আমার শর্ত করো না পালন ।।
এখন কেন করো ছলনা রাধে তোমার বসন দেবো না ।
তোমার মধ্যে আছে শ্রীমতি শোনো কি গতিতে হবে মিলন ।।
প্রেমে মত্ত হয়েছি তাতে তুমি যারে পারো মিলাতে ।
শোন লো বৃন্দেদ্যুতি যার বসন তাকে দেবো খুশী হলে মন ।।
গোপীরা যখন উলঙ্গিনী হয় তাই কি আর প্রাণে সয় ।
ময়ূর যেমন মেঘ দেখে খুশী হয় তেমনি খুশী কৃষ্ণ হয় রচে লালন ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৫৬