গীতিকার: লালন ফকির
শিরোনাম: কৃষ্ণপ্রেমের পোড়া দেহ কী দিয়ে জুড়াই বলো সখি
কৃষ্ণপ্রেমের পোড়া দেহ কী দিয়ে জুড়াই বলো সখি ।
কে বুঝিবে অন্তরের ব্যাথা কে মোছাবে আঁখি ।।
যে দেশে গেছে বন্ধু কালা
সে দেশে যাবো নিয়ে ফুলের মালা
আমি ঘুরবো নগর গায়ে যোগীনি বেশে
সুখ নাই যে মনে গো সখি ।।
তোমরা যদি দেখে থাকো কালারে
বলে দাওগো তার খবর আমারে
নইলে আমি প্রাণ ত্যাজিবো যমুনার জলে
কালাচাঁদ করে গেলো আমায় একাকী ।।
কালাচাঁদকে হারায়ে এলাম যোগিনী
কত দিবানিশি গেলো কেমনে জুড়াই প্রাণই
লালন বলে কর্মদোষে না পেলে রাই
কালার যুগল চরণ কেঁদে হবে কী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা