গীতিকার: লালন ফকির
শিরোনাম: কুদরতির সীমা কে জানে
কুদরতির সীমা কে জানে ।
আপনি আপন জিকির বসিয়ে আল জবানে ।।
আল জবানে খবর হলে তারই কিছু নজির মেলে ।
নইলে ফাকড়া কথা বলে উড়িয়ে দেবে সবজনে ।।
খোদকে চিনে খোদা চিনি খোদ খোদা বলেছে আপনি ।
মান আরাফা নাফশাহু বাণী বোঝো তার কী হয় মানে ।।
কে বলেরে আমি আমি সেই আমি কি আমিই আমি ।।
লালন বলে কে বা আমি আমারে আমি চিনিনে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা