গীতিকার: লালন ফকির
শিরোনাম: লা ইলাহা কলেমা পড়ো মোহাম্মদের দ্বীন ভুলোনা
লা ইলাহা কলেমা পড়ো মোহাম্মদের দ্বীন ভুলোনা ।
নবীর কলেমা পড়লে পরে পুণর্জনম আর হবেনা ॥
নবী সে পারের কাণ্ডার পারঘাটাতে করবেন পার ।
হেন নবী না চিনিলে হয়ে থাকবি দিনকানা ॥
রোজা রাখো নামাজ পড়ো কলেমা হজ্ব যাকাত করো ।
তবে হবি পার দাখিল হবি বেহেস্তখানা ॥
সিরাজ সাঁই দরবেশে বলে সেই মানুষ নিহার হলে ।
লালন কয় অন্তিমকালে পাই যেন সাঁইয়ের চরণখানা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা