গীতিকার: লালন ফকির
শিরোনাম: লাগলো ধূম প্রেমের থানাতে
লাগলো ধূম প্রেমের থানাতে ।
মনচোরা পড়েছে ধরা রসিকের হাতে ॥
বৃন্দাবনে রসের খেলা জানে তা ব্রজবালা ।
তার সন্ধান কি পাবি তোরা চাঁদ ধরিতে ॥
ভক্তিরাম জমাদারের হাতে দুদিনকার চাঁদ জিম্মা আছে ।
তিনদিনের দিন চালান করে চলে আট কৌশলেতে ॥
চোর আছে অটলের ঘরে তার সন্ধান কে চিনে ধরে ।
লালন কয় সাধনে জোরে পাবি অধর চাঁদ হাতে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা