গীতিকার: লালন ফকির
শিরোনাম: লীলা দেখে লাগে ভয়
লীলা দেখে লাগে ভয় ।
নৌকার উপর গঙ্গা বোঝাই ডাঙ্গায় বয়ে যায় ॥
ফুল ফোটে তার গঙ্গাজলে ফল ধরেছে অচিন দলে ।
ফলে ফুলে মুক্ত হলে তাতে কথা কয় ॥
আবহায়াত নামগঙ্গা সে যে সংক্ষেপেতে কেউ দেখো বুঝে ।
পলকে পাউড়ি ভাসে পলকে শুকায় ॥
গাঙজোড়া এক মীন সে গাঙ্গে খেলছে খেলা পরমরঙ্গে ।
লালন বলে জল শুকালে মীন যাবে হাওয়ায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৩৭