গীতিকার: লালন ফকির
শিরোনাম: লিঙ্গ থাকলে সে কি পুরুষ হয়
লিঙ্গ থাকলে সে কি পুরুষ হয় ।
বারো মাসে চব্বিশ পক্ষ তবে কেন ঘরখানি বয় ॥
মাসান্তে কলা ফেরে খোস ফেলে যায়গো সেরে ।
থাকে সেই জায়গায় পড়ে সদানন্দে বারাম সদাই ॥
পুরুষ বলতে কুম্ভ ভারি এক বীজে হয় পুরুষ নারী ।
বারিতে সৃষ্টি কারবারি এক ফুলে দুই রঙ ধরায় ॥
পরশখানা ছিলো আসল সে জায়গায় বাঁধালো গোল ।
লালন বলে গোলে হরি বোল বললে কী মর্ম পায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা