গীতিকার: লালন ফকির
শিরোনাম: লোকে বলে লালন ফকীর কোন জাতের ছেলে
লোকে বলে লালন ফকীর কোন জাতের ছেলে ।
কারে বা কি বলি আমি দিশে না মেলে ॥
একদণ্ড জরায়ূ ধরে এক একেশ্বর সৃষ্টি করে ।
আগম নিগম চরাচরে তাইতে জাত ভিন্ন বলে ॥
জাত বলিতে কী হয় বিধান হিন্দু বৌদ্ধ যবন খ্রিস্টান ।
তাতে কি হয় জাতের প্রমাণ শাস্ত্র খুজিলে ॥
হয় কেমনে জাতের বিচার একেক দেশে একেক আচার ।
লালন বলে জাত ব্যাবহার গিয়াছি ভুলে ॥

তথ্য