গীতিকার: লালন ফকির
শিরোনাম: লণ্ঠনে রুপের বাতি জ্বলছে রে সদাই
লণ্ঠনে রুপের বাতি জ্বলছে রে সদাই ।
দেখনা রে দেখতে যার বাসনা হৃদয় ॥
রাতির গিরে ফস্কা মারা শুধুই কথার ব্যাবসা করা ।
তার কি হবে রুপ নিহারা মিছে গোল বাঁধায় ॥
যেদিন বাতি নিভে যাবে ভাবের শহর আঁধার হবে ।
সুখপাখি সে পালাইবে ছেড়ে সুখালয় ॥
সিরাজ সাঁই বলেরে লালন স্বরুপ রুপে দিলে নয়ন ।
তবেই হবে রুপ দরশন পড়িসনে ধাধায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৩৬