গীতিকার: লালন ফকির
শিরোনাম: মা তোর গোপাল নেমেছে কালীদায়
মা তোর গোপাল নেমেছে কালীদায় ।
সে যে বাঁচে এমন সাধ্য নয় ॥
কালিদায় কমল তুলতে দিলি কেন গোপালকে যেতে ।
মা রে সে নাগের হাতে বিষ লেগে গোপালের গায় ॥
কারকূটি কালনাগ যারা কালিদায় আছে তারা ।
বিষে অঙ্গ জরা জরা বিষেতে তার প্রাণ যায় ॥
কংসের কমলের কারণ কালিদায় মরিলো নীলরতন ।
লালন বলে পুত্রের কারণ বাঁচেনা যশোদা মায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৭০