গীতিকার: লালন ফকির
শিরোনাম: মাধবী বনে বন্ধু ছিলো সই লো
মাধবী বনে বন্ধু ছিলো সই লো ।
বন্ধু আমার কালো সোনা কোন বনে লুকালো ॥
মাধবীলতার গায় মাধবীলতার ছায় ।
দেখো দেখো সই লতায় পাতায় বন্ধুরুপে আলো ॥
কৃষ্ণপ্রেমের এমনই ধারা করিলো আমায় পাগলপারা ।
হলাম জাতকুল মান হারা এ কেমন বিষম জ্বালা হলো ॥
নাম ধরে বাজায় বাঁশি অকুল বিজনেতে বসি ।
ঐ শোনো কী বলে বাঁশি কোন বনে বাজিলো সই লো ॥
আমায় দিয়েছে কেবল ফাঁকি প্রাণটা শুধু আমার আছে বাকী ।
ফকীর লালন বলে বন্ধুর লাগি অন্তর পুড়ে ছাই হলো ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা