গীতিকার: লালন ফকির
শিরোনাম: মাঝি ভাই উজানে চালাও তরী
মাঝি ভাই উজানে চালাও তরী ।
ওরে অকুল সমুদ্দুরই ॥
গঙ্গা যমুনাদি আর সরস্বতী নদী ।
উঠছে কেউ পাতালভেদী হায়রে হায় মরি ॥
ভাটি বাঁকে পাকের গোলায় কতজন তরী ডুবায় ।
সামাল সামাল মনুরায় থেকো হুশিয়ারী ॥
অনরাগের মাস্থলেতে ভাবকাপড় লাগাও তাতে ।
লালন কয় জ্ঞানকুপিতে বাঁধো ভক্তির ডুরি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা