গীতিকার: লালন ফকির
শিরোনাম: মান ছেড়ে দাও ওগো রাধে কৃষ্ণ কেঁদে যায়
মান ছেড়ে দাও ওগো রাধে কৃষ্ণ কেঁদে যায় ।
কৃষ্ণ গেলে ইহকালে তোমার কোনো গতি নাই ॥
কৃষ্ণের প্রতি মান করেছো কোনটা মনে ভেবেছো সেটা শুনতে চাই ।
তোমার মানের গোড়া যায়না ছেড়া নিজগুণে কাটো রাই ॥
যত কথা বলি আমি বুঝে দেখো তুমি ভালোর জন্য বলি সদাই ।
আমার কথা রদ করোনা বারংবার তা কই তোমায় ॥
তুমি ধনী মান ছেড়ে দাও কৃষ্ণাপানে স্বচক্ষে চাও দেখো সে তোমারই নিশ্চয় ।
লালন বলে দাসীরে বেহাল করো চিরকাল কেবল সে মানের দায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা