গীতিকার: লালন ফকির
শিরোনাম: মান করোনা ওগো রাধে তোমায় করি মানা
মান করোনা ওগো রাধে তোমায় করি মানা ।
মান করলে ইহকালে তোমার কাছে কেউ যাবেনা ॥
আমরা যত বৃন্দে সখি সবাই বলি যুগল দেখি ।
সেজন্য তো কাছে থাকি মনে বুঝে তাও দেখোনা ॥
আমার কথা না রাখিলে আমি নিশ্চয় যাবো চলে ।
কাঁদতে হবে পদতলে তখন ফিরে আর আসবোনা ॥
মানের গোড়ায় ছাই পড়বে রাই মনে একবার ভেবে দেখো তাই ।
লালন কয় বলছে সখি সবাই বেহাল হবে সুহাল হবেনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা