গীতিকার: লালন ফকির
শিরোনাম: মানুষ ধরো রে নিহারে
মানুষ ধরো রে নিহারে ।
তার মন নয়নে যোগাযোগ করে ॥
নিহারায় চেহারা বন্দী করোরে করো একান্তি
সাড়ে চব্বিশ জেলায় খাটাও পন্তি পালাবে সে কোন শহরে ।
ত্বরায় দারোগা হয়ে করো বাতাবন্দী স্বরুপ মন্দিরে ॥
স্বরুপে আসন যাহার পবন হিল্লোলে বিহার
পক্ষান্তরে দেখো এবার দিব্যচক্ষু বিকাশ করে ।
দুপক্ষেতে খেলছে খেলা নরনারী রুপ ধরে ॥
অমাবস্যা পূর্ণমাসী তাহে মহাযোগ প্রকাশি
ইন্দ্র চাঁদ বায়ূ বরুণাদি সে যোগে বাঞ্ছিত আছেরে ।
সিরাজ সাঁই বলে মূঢ় লালন মানুষ সাধো প্রেমনীরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৭৩