গীতিকার: লালন ফকির
শিরোনাম: মানুষ লুকায় কোন শহরে
মানুষ লুকায় কোন শহরে ।
এবার খুজি মানুষ পাইনে তারে ॥
ব্রজ ছেড়ে নদীয়ায় এলো তার পূর্বাপর খবর ছিলো ।
এবার নদীয়া ছেড়ে কোথায় গেলো যে জানো সে বলো মোরে ॥
স্বরুপে সে রুপ দেখা যেমন চাঁদের আভা ।
এমনই মত থেকে কেবা প্রভু ক্ষণে ক্ষণে বারাম দেয়রে ॥
কেউ বলে তার নিজ ভজন লয়ে নিজদেশে গমন ।
মনে মনে ভাবে লালন সেই নিজদেশ বলি কারে ॥

তথ্য