গীতিকার: লালন ফকির
শিরোনাম: মানুষ লুকায় কোন শহরে
মানুষ লুকায় কোন শহরে ।
এবার খুজি মানুষ পাইনে তারে ॥
ব্রজ ছেড়ে নদীয়ায় এলো তার পূর্বাপর খবর ছিলো ।
এবার নদীয়া ছেড়ে কোথায় গেলো যে জানো সে বলো মোরে ॥
স্বরুপে সে রুপ দেখা যেমন চাঁদের আভা ।
এমনই মত থেকে কেবা প্রভু ক্ষণে ক্ষণে বারাম দেয়রে ॥
কেউ বলে তার নিজ ভজন লয়ে নিজদেশে গমন ।
মনে মনে ভাবে লালন সেই নিজদেশ বলি কারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৭৫