গীতিকার: লালন ফকির
শিরোনাম: মানুষ মানুষ সবাই বলে
মানুষ মানুষ সবাই বলে ।
আছে কোন কোন মানুষের বসত কোন কোন দলে ॥
অযোনি সহজ সংস্কার কার সঙ্গে কি সাধবো এবার ।
না জানি কেমন প্রকার বেড়াই হরিবোল বলে ॥
সংস্কার সাধন না জানি কী সে সহজ কী সে অযোনি ।
না জানি তার ভাব করনই আগম্ভূ এই মানুষলীলে ॥
তিন মানুষের করণ বিচক্ষণ জানলে হয় এক নিরুপণ ।
তাই না বুঝে অবোধ লালন পড়েছে বিষম গোলমালে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা