গীতিকার: লালন ফকির
শিরোনাম: মানুষ মানুষ সবাই বলে
মানুষ মানুষ সবাই বলে ।
আছে কোন কোন মানুষের বসত কোন কোন দলে ॥
অযোনি সহজ সংস্কার কার সঙ্গে কি সাধবো এবার ।
না জানি কেমন প্রকার বেড়াই হরিবোল বলে ॥
সংস্কার সাধন না জানি কী সে সহজ কী সে অযোনি ।
না জানি তার ভাব করনই আগম্ভূ এই মানুষলীলে ॥
তিন মানুষের করণ বিচক্ষণ জানলে হয় এক নিরুপণ ।
তাই না বুঝে অবোধ লালন পড়েছে বিষম গোলমালে ॥

তথ্য