গীতিকার: লালন ফকির
শিরোনাম: মানুষ অবিশ্বাসে পায়না রে সে মানুষ নিধি
মানুষ অবিশ্বাসে পায়না রে সে মানুষ নিধি ।
এই মানুষে মিলতো মানুষ চিনতাম যদি ॥
অধর চাঁদের যত খেলা সর্বোত্তম মানুষ লীলা ।
না বুঝে মন হলি ভোলা মানুষ বিবাদী ॥
যে অঙ্গের অবয়ব মানুষ জানোনা রে মন বেহুশ ।
মানুষ ছাড়া নয় সে মানুষ অনাদির আদি ॥
দেখে মানুষ চিনলাম নারে চিরদিন মায়ার ঘোরে ।
লালন বলে এদিন পরে কি হবে গতি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৭১