গীতিকার: লালন ফকির
শিরোনাম: মানুষ তত্ব যার সত্য হয় মনে
মানুষ তত্ব যার সত্য হয় মনে ।
সে কি অন্যতত্ব মানে ॥
মাটির ঢিবি কাঠের ছবি ভুলভাবে সব দেবদেবী ।
ভোলেনা সে এসব রুপই মানুষ ভজে দিব্যজ্ঞানে ॥
জড়োই সড়োই নুলাঝোলা প্যাচা প্যাচী আলাভোলা ।
তাতে নয় সে ভোলনেওয়ালা যে মানুষরতন চেনে ॥
ফায়াফেপী ফ্যাকসা যারা ভাকাভোকায় ভোলে তারা ।
লালন তেমনই চটামারা ঠিক দাড়ায়না একখানে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৭২