গীতিকার: লালন ফকির
শিরোনাম: মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি ।
মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি ॥
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে ।
মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি ॥
মানুষে মানুষ গাঁথা দেখনা যেমন আলোকলতা ।
জেনে শুনে মুড়াও মাথা জাতে উঠবি ॥
মানুষ ছাড়া মন আমার দেখবিরে সব শূণ্যকার ।
লালন বলে মানুষ আকার ভজলে তরবি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৭৪