গীতিকার: লালন ফকির
শিরোনাম: মানুষের করণ সে নয় সাধারণ জানে কেবল রসিক যারা
মানুষের করণ সে নয় সাধারণ জানে কেবল রসিক যারা ।
টলে জীব বিবাগী অটল ঈশ্বর রাগী সেও রাগ লেখে বৈদিক রাগের ধারা ॥
আছে ফুলের সন্ধিঘরে বিন্দু যদি ঝরে
আর কি রসিক ভেয়ে হাতে পায় তারে
যে নীরে ক্ষীরে মিশায় সে পড়ে দুর্দশায় না মিশালে হেমাঙ্গ বিফলপারা ॥
হলে বাণে বাণক্ষেপনা বিষের উপার্জনা
অধোপথে গতি উভয় শেষখানা
পঞ্চবাণের ছিলে প্রেমাস্ত্রে কাটিলে তবে হবে মানুষের করণ সারা ॥
আছে রসিক শিখরে সেই মানুষ বাস করে
হেতুশূণ্য করণ সেই মানুষের দ্বারে
নিহেতু বিশ্বাসে মিলে সে মানুষে ফকীর লালন হেতুকামে যায় মারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৭৬