গীতিকার: লালন ফকির
শিরোনাম: মাওলা বলে ডাক রসনা
মাওলা বলে ডাক রসনা ।
গেলো দিন ছাড়ো বিষয় বাসনা ॥
যেদিনে সাঁই হিসাব নেবে আগুনপানির তুফান হবে ।
সেদিন এ বিষয় তোর কোথা রবে একবার ভেবে দেখলে না ॥
সোনার কুঠরি কোঠারে মন সোনার খাটপালঙ্কে শয়ন ।
শেষে হবে সব অকারণ সার হবে মাটির বিছানা ॥
ইমান ধন আখেরের পুঁজি সে ঘরে দিলে না কুঞ্জি ।
লালন বলে হারলে বাজি শেষে আর কাঁদলে সারবে না ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫২৪