গীতিকার: লালন ফকির
শিরোনাম: মায়ার বশে কাঁদবি বসে আর কতকাল
মায়ার বশে কাঁদবি বসে আর কতকাল ।
মন তোর শিয়রেতে এলো মহাকাল ॥
একদিনান্তে মনভ্রান্তে ভজলিনা মন গুরুর চরণযুগল ।
যেদিন এসে ঘিরবে তোরে সেদিন পড়ে রবে মায়াজাল ॥
গুরু বলে ডাকলিনে মিছে মায়ায় হরিসত্ব হারালি জ্ঞানতত্ব
গুরুবস্তু কি পদার্থ চেনোনা কুপথ ছেড়ে সুপথে কেন চলোনা
তাই বলিরে ও পাগল মন হওনা কেন মনের মতন
যার জন্য তুই করিস রোদন তার দেখিনে চোখে জল ॥
চক্ষু কর্ণ নাসিকা মুখ এক জাগায় বসত কেউ দেখেনা কারো মুখ
যেমন লেংড়ার ইচ্ছায় বেড়ায় হেটে বোবার ইচ্ছায় কথা ফোটে
অন্ধের ইচ্ছায় বিদ্যা ঘটে সবাই টলে ঘটে পটে
লালন বলে যার কাজ তার তেমনই ফল ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা