গীতিকার: লালন ফকির
শিরোনাম: মেরে সাঁইয়ের আজব কুদরতি কে বুঝতে পারে
মেরে সাঁইয়ের আজব কুদরতি কে বুঝতে পারে ।
আপনি রাজা আপনি প্রজা এই ভবের উপরে ॥
আহাদ রুপে লুকায় হাদী আহমদী রুপ ধরে ।
এ মর্ম না জেনে বান্দা পড়বি ফ্যারে ॥
বাজিকর পুতুল নাচায় কথা কওয়ায় আপনি তারে ।
জীবদেহ সাঁই চলায় ফেরায় সেই প্রকারে ॥
আপনারে চিনবে যেজন পৌছবে সেজন ভেদের ঘরে ।
সিরাজ সাঁই কয় লালন কী আর বেড়াও ঢুড়ে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৮৭