গীতিকার: লালন ফকির
শিরোনাম: মেরে সাঁইর ভাবুক যারা
মেরে সাঁইর ভাবুক যারা ।
তাদের ভাবের ভূষণ যায় ধরা ॥
সাদা ভাব তার সাদা করণ নাইরে কালামালা ধারন ।
সে পঞ্চক্রিয়া সাঙ্গ করে ঘরে রাত্রদিন নিহারা ॥
পঞ্চতত্বরস তার উপর একের কলস ।
তাতে জ্বলছে বাতি দিবারাতি তাহে দৃষ্ট রয় বিভাবরা ॥
আলক রুপ হেরেছে যে সে কী দেবদেবী পূজে ।
এবার আউল চলন চলে লালন পেয়ে রত্ন হইলো হারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা