গীতিকার: লালন ফকির
শিরোনাম: মিলন হবে কতদিনে
মিলন হবে কতদিনে ।
আমার মনের মানুষের সনে ॥
চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালোশশী ।
হবো বলে চরণদাসী তা হয়না কপালগুণে ॥
মেঘের বিদ্যূৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ ।
কালারে হারায়ে তেমন ঐরুপ হেরি এ দর্পনে ॥
ঐরুপ যখন স্মরণ হয় থাকেনা লোকলজ্জার ভয় ।
লালন ফকীর ভেবে বলে সদাই ও প্রেম যে করে সেই জানে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৭৮