গীতিকার: লালন ফকির
শিরোনাম: মীন রুপে সাঁই খেলে
মীন রুপে সাঁই খেলে ।
প্রেম ডুবারু না হলে মীন বাঁধবে নারে জালে ॥
জেলে জুতেল বর্শেলাদি ভ্রমিয়ে চার যুগাবধি কেউ না তার পেলে ।
খাড় করে মীন রয় চিরদিন প্রেমসন্ধি স্থলে ॥
ত্রিবিনের তীরসন্ধি খুলতে পারে সেহি বন্দি প্রেমডুবারু হলে ।
তবে তো মীন আসবে হাতে আপনার আপনি চলে ॥
স্বরুপশক্তি প্রেমসিন্ধু মীন অবতার দীনবন্ধু সিরাজ সাঁই তাই বলে ।
শোনরে লালন মলি এখন গুরুতত্ব ভুলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা