গীতিকার: লালন ফকির
শিরোনাম: মেরাজের কথা শুধাই কারে
মেরাজের কথা শুধাই কারে ।
আদমতন আর নিরাকারে মিললো কেমন করে ॥
নবী কি ছাড়িলো আদমতন কিবা আদমরুপ হইলো নিরঞ্জন ।
কে বলিবে সে অন্বেষণ এই অধীনেরে ॥
নয়নে নয়ন বুকে বুক উভয় মিলে হইলো কৌতুক ।
তবে দেখলোনা সে রুপ নবীর নজরে ॥
তুণ্ডে তুণ্ড করিলো কাহার সেই কথাটি শুনতে চমৎকার ।
সিরাজ সাঁই কয় লালন তোমার বোঝো জ্ঞানদ্বারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৭৯