গীতিকার: লালন ফকির
শিরোনাম: মিছে ভবে খেলতে এলি তাস
মিছে ভবে খেলতে এলি তাস ।
ও মন তোর করলো সর্বনাশ ॥
রঙ থাকিলে খেললে রুপ তুমি মিছে ভবে পড়ে খালি করিতেছো তুরুপ ।
ক্ষ্যাপা পাশায় ছেড়ে এলি ফিরে লোভী মন হাতের পাঁচের কিবা আশ ॥
টেক্কাতে রঙ তুরুপ করে মন তুই এমন বেওকুফ দশখান টিক্কা না মেরে ।
ক্ষ্যাপা খেলছো খেলা ও মনভোলা কাবার দেও ইস্তক পঞ্চাশ ॥
যেদিন দিনকারি সাত দেখতে হবে মন তুমি হায় হাবুডুবু খাবে ।
লালন বলে ভাগ্যের ঘাটেরে ক্ষ্যাপা তুই ডুবে ডুবে হবি নাশ ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা