গীতিকার: লালন ফকির
শিরোনাম: মধুর দেল দরিয়ায় ডুবে কর ফকীরি
মধুর দেল দরিয়ায় ডুবে কর ফকীরি
ছাড় ফিকিরি হলো আখেরী ॥
আল্লার তখতো বান্দার দেল যথা
কোরাণে বলেছেন আপে খোদ খোদা
আজাজিলের পর হইলো খাতা
না বুঝে দেল গভীরি ॥
শুনতে পাই দেলের চৌদ্দ ঘর
আঠারো চারিতে করিয়া বিচার
লা মোকাম আছে তাহার উপর
মওলার নিজ আসন সেই পুরি ॥
দেল দরিয়ায় ডুবারু হয় যে
আল খানার ভেদ পাইলো সে
আলে আজব কাম দ্বিদলে বারাম
লালন হাতড়ায় বাহিরি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫২৬