গীতিকার: লালন ফকির
শিরোনাম: মধুর দেলদরিয়ায় যেজন ডুবেছে
মধুর দেলদরিয়ায় যেজন ডুবেছে ।
সে যে সব খবরের জবর হয়েছে ॥
অগ্নি যৈছে ভস্মে ঢাকা অমৃত গরলে মাখা সে রুপে স্বরুপ আছে ।
রসিক সুজন ডুবায়ে মন তার অন্বেষণ পেয়েছে ॥
যে স্তনের দুগ্ধ শিশুতে খায় জোকে মুখ লাগালে সেথায়
রক্ত পায় গো সে ।
অধমে উত্তম উত্তমে অধম যে যেমন দেখতেছে ॥ দুগ্ধে জল মিশালে যেমন রাজহংসে করে ভক্ষণ সেই দুগ্ধ বেছে ।
সিরাজ সাঁই ফকীর বলে সব ফিকির লালন বেড়াস না খুজে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫২৭