গীতিকার: লালন ফকির
শিরোনাম: মদীনায় রসুল নামে কে এলোরে ভাই
মদীনায় রসুল নামে কে এলোরে ভাই ।
কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই ॥
ছায়াহীন যার কায়া ত্রিজগতে তারই ছায়া ।
এই কথাটির মর্ম লওয়া অবশ্যই চাই ॥
কী দেবো তুলনা তারে খুজে পাইনে এ সংসারে ।
মেঘে যার ছায়া ধরে অত্যন্ত ধূপের সময় ॥
কায়ার শরীক ছায়া দেখি ছায়া নেই সে লা শরীকি ।
লালন বলে তার হাকিকি বলিতে ডরাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫২৫