গীতিকার: লালন ফকির
শিরোনাম: মোহাম্মদ মোস্তফা নবী প্রেমের রসুল
মোহাম্মদ মোস্তফা নবী প্রেমের রসুল ।
যে নামে সব পাগলিনী জগত হয় আকুল ॥
ইশকে আল্লা ইশকে রসুল ইশকেতে হয় জগতের মূল ।
ইশক বিনা ভজনসাধন সবকিছু হয় ভুল ॥
গরীবে নেওয়াজ মঈনউদ্দীন আব্দুল কাদের মহিউদ্দীন ।
শাহ জালাল শাহ মাদার সকলে নেয় তার চরণের ধূল ॥
কেয়ামত বিচারের দিনে আল্লাহ নেবে মোমীন চিনে ।
সিরাজ সাঁই কয় প্রেমের গুণে লালন পাবি অকুলের কুল ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা