গীতিকার: লালন ফকির
শিরোনাম: মহাসন্ধির উপর ফেরে সে
মহাসন্ধির উপর ফেরে সে ।
মনরে সদাই ফেরো তার তালাশে ॥
ঘটে পটে সব জায়গায় আছে আবার নাই বলা যায় ।
চন্দ্র যে প্রকার উদয় জলের উপর তেমনই সাঁই আছে এই মানুষে ॥
যদিও সে অটলবিহারী তবু আলোক হয় সবারই ।
কারো মরায় মরেনা ধরা সে দেয়না ধরতে গেলে পালায় অচিন দেশে ॥
সাঁই আমার অটল পদার্থ নাইরে তার জরামৃত
যদি জরামৃত হয় তবে অটল পদ না কয়
ফকীর লালন বলে তা আর কয়জন বোঝে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৬৯