গীতিকার: লালন ফকির
শিরোনাম: মোকামে একটি রুপের বাতি জ্বলছে রে সদাই
(আঠারো)মোকামে একটি রুপের বাতি জ্বলছে রে সদাই ।
নাহি তেল তার নাহি সলতে আজগুবি হয়েছে উদয় ॥
মোকামের মধ্যে মোকাম স্বর্ণশিখর বলি যার নাম ।
বাতির লণ্ঠন সদাই মোদাম ত্রিভুবনে কিরণ ধায় ॥
দিবানিশি আট প্রহরে একরুপে সে চাররুপ ধরে ।
বর্ত থাকতে দেখলিনা রে ঘুরে মলি বেদের ধোকায় ॥
যেজন জানে সেই বাতির খবর ঘুচেছে তার নয়নের ঘোর ।
সিরাজ সাঁই কয় লালনরে তোর দৃষ্ট হয়না মনের দ্বিধায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৮৮
- লালন-গীতিকা,ড.শ্রীমতিলাল দাশ ও শ্রীপীযুশকান্তি মহাপাত্র,১৯৫৮,বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহযোগীতায় কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত।পৃষ্ঠা:১৫৫