গীতিকার: লালন ফকির
শিরোনাম: মকরুম বলে সাঁই রব্বানা আমি আদম গড়ি কেমনে
মকরুম বলে সাঁই রব্বানা আমি আদম গড়ি কেমনে ।
কোথা পাই তার নকশা নমুনা আমি দেখিনি যা জীবনে ॥
আল্লা বলেন মকরুমেরে চেয়ে দেখো আরশ পরে ।
সত্তুর হাজার পর্দার আড়ে উঠলো ছবি গোপনে ॥
মকরুম বানালো দেহ সেথা বানাতে না পারে মাথা ।
মোকাম মীমের গিলাফেতে ঢুকলো রুহু গোপনে ॥
গিলাফেতে ঢুকলো যখন আদমের ভিতরে ছিলো কোনজন ।
লালন কয় তার মাথার গঠন আমার মুর্শিদ বিনে কে জানে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা