গীতিকার: লালন ফকির
শিরোনাম: মলে গুরুপ্রাপ্তি হবে সে তো কথার কথা
মলে গুরুপ্রাপ্তি হবে সে তো কথার কথা ।
জীবন থাকিতে যারে না দেখলাম হেথা ॥
সেবা মূলকরণ তারই না পেলে কার বা সেবা করি ।
আন্দাজি হাতড়ে ফিরি কথার লতাপাতা ॥
সাধন জোরে এই ভবে যার স্বরুপ চক্ষে হবে নিহার ।
তারই বটে আকার সাকার মেলে যথাতথা ॥
ভজে পাই কি পেয়ে ভজি কোন ভজনে সে হয় রাজি ।
সিরাজ সাঁই কয় কি আন্দাজি লালন মুড়ায় মাথা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৬৫