গীতিকার: লালন ফকির
শিরোনাম: মলে ঈশ্বরপ্রাপ্তি হবে কেন বলে
মলে ঈশ্বরপ্রাপ্তি হবে কেন বলে ।
সেই কথার পাইনে বিচার কারো কাছে শুধালে ॥
মলে যদি হয় ঈশ্বরপ্রাপ্ত সাধু অসাধু এ সমস্ত ।
তবে কেন তপ জপ এত করে রে জলে স্থলে ॥
যে পঞ্চে পঞ্চভূত হয় মলে যদি তাতে মিশায় ।
ঈশ্বর অংশ ঈশ্বরে যায় স্বর্গনরক কোথায় মেলে ॥
জীবের এই শরীরে ঈশ্বর অংশ বলি কারে ।
লালন বলে চিনলে তারে মরার ফল তাজায় ফলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৬৪