গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন আইন মাফিক নিরিখ দিতে ভাবো কি
মন আইন মাফিক নিরিখ দিতে ভাবো কি ।
কালশমন এলে হবে কী ॥
ভাবিতে দিন আখের হলো ষোলো আনা বাকী পলো ।
কী আলস্যে ঘিরে নিলো দেখলিনে খুলে আঁখি ॥
নিস্কামী নির্বিকার হলে জ্যান্তে মরে যোগ সাধিলে ।
তবে খাতায় উসুল হলে নইলে উপায় কই দেখি ॥
শুদ্ধমনে সকলই হয় তাও তো জোটেনা এবার তোমায় ।
লালন বলে করবি হায় হায় ছেড়ে গেলে প্রাণপাখি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫২৮